রবিবার, ২৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

উন্নয়নশীল বাংলাদেশ উদযাপনে উন্নয়ন মেলা

প্রতিদিন ডেস্ক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় দুই দিনব্যাপী উন্নয়ন মেলা গতকাল শুরু হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- ঝালকাঠি : গতকাল ভার্চুয়ালি যুক্ত থেকে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু এমপি। ব্রাহ্মণবাড়িয়া : সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে উন্নয়ন মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার এমপি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। নেত্রকোনা : শহরের মোক্তারপাড়া মাঠে সকালে মেলার উদ্বোধন করেন হাবিবা রহমান শেফালী এমপি। রাঙামাটি : সকালে জেলা প্রশাসক মিজানুর রহমানের নেতৃত্বে র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে রাঙামাটি মারী স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। লক্ষ্মীপুর : স্টেডিয়াম প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। টাঙ্গাইল : নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন আহসানুল ইসলাম টিটু এমপি। বিশ্বনাথ (সিলেট) : উপজেলা নির্বাচন অফিসের মাঠে ইউএনও কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুনু মিয়া।

গলাচিপা (পটুয়াখালী) : সকালে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মু. শাহীন শাহ।

সর্বশেষ খবর