রবিবার, ২৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

কাদের মির্জার ফাঁসি চাই

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ফাঁসির দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দেয়াল, দোকানপাটে পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারে লেখা-সাংবাদিক মুজাক্কির এবং আলাউদ্দিন হত্যার নির্দেশদাতা খুনি মির্জার ফাঁসি চাই, প্রচারে-কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ। স্থানীয়দের আশঙ্কা, এ পোস্টারিংকে কেন্দ্র করে নতুন করে সহিংসতা সৃষ্টি হতে পারে। এবার কাদের মির্জার পক্ষ থেকেও পোস্টারিং করা হবে। এতে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠবে- এমনটাই মন্তব্য করেন তারা।      -নোয়াখালী প্রতিনিধি

কিশোর গ্যাং গ্রুপের তান্ডব

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা তান্ডব চালিয়েছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কিশোর গ্যাংদের ভয়ে রিয়াদ আহম্মেদ নামে এক ব্যবসায়ীসহ ও তার পরিবার সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে। এ ঘটনায় গতকাল রিয়াদ আহম্মেদ চারজনের নাম উল্লেখসহ ১৫-২০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।               -নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রেমের ফাঁদে ফেলে চাঁদাবাজি

প্রেমের ফাঁদে ফেলে অভিনব কায়দায় চাঁদাবাজির বিরুদ্ধে মানিকগঞ্জের দৌলতপুরে মানববন্ধন হয়েছে। গতকাল বিকালে উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এতে সাবেক ইউপি সদস্য মো. লিয়াকত হোসেন, আব্দুস সালাম খান, মজনু খান, আয়েশা বেগম ও ভুক্তভোগী রুবেল খান বক্তব্য রাখেন। -মানিকগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রীর উপহার পেল ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এ ছাড়াও এ জনগোষ্ঠীতে পিছিয়েপড়া পাঁচটি পরিবারের মধ্যে ঘর বরাদ্দ দেওয়া হয়। গতকাল দুপুরে উপজেলা পাবলিক হলে এসব বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, ইউএনও হাসান মারুফ প্রমুখ।    -ময়মনসিংহ প্রতিনিধি

জমি নিয়ে সংঘর্ষে আহত ২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে ভাঙচুর চালায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। শনিবার সন্ধ্যায় উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ব্রাক্ষণখালী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে। রূপগঞ্জ থানার ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। -রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর