রবিবার, ২৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

স্বামী শাশুড়ির দেওয়া আগুনে মারা গেলেন গৃহবধূ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদরের কাবিলের বাজারে শ্বশুরবাড়িতে আগুনে মারা গেলেন শারমিন আক্তার (২৬)। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ও শাশুড়ি জড়িত বলে অভিযোগ উঠেছে। গত ২৩ মার্চ ওই গৃহবধূর শরীরে আগুন লাগানো হয়। গতকাল ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শারমিন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি

 মাহফুজার রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত স্বামী কোরবান আলী ও শাশুড়ি কুলসুম বেগমকে গ্রেফতার করা হয়েছে। নিহত গৃহবধূর বাবা শফিকুল ইসলাম জানান, দুই বছর আগে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে তাকে প্রায়ই মারধর করত। ঘটনার দিন দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী ও শাশুড়ি তার মেয়ের গায়ে গ্যাসলাইটার দিয়ে আগুন লাগিয়ে দেন। আহত মেয়েকে চিকিৎসা না করিয়ে ঘরে বন্দী করে রাখা হয়। পরে তারা খবর পেয়ে শারমিনকে উদ্ধার করে রাতে গাইবান্ধা সদর হাসপাতালে নেন। সেখান থেকে তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করেন চিকিৎসক। কিন্তু সেখানেও অবস্থার অবনতি হলে শারমিনকে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। গাইবান্ধা সদর থানার ওসি বলেন, এ ঘটনায় শারমিনের বাবা বাদী হয়ে গত ২৪ মার্চ থানায় মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ খবর