শিরোনাম
সোমবার, ২৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

দুইপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, গ্রেফতার ১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আহত রকিবুল ইসলাম রিয়ন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত রকিবুল ইসলাম রিয়ন ব্রাহ্মণখালী এলাকার জহিরুল ইসলাম কচির ছেলে। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ব্রাহ্মণখালী এলাকায় ঘটে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। এ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় গিয়াস উদ্দিন গেসু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণখালী এলাকার গিয়াস উদ্দিনের সঙ্গে একই এলাকার সানোয়ারের ১০ শতাংশের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে। শনিবার সন্ধ্যায় ওই জমি দখল করতে গিয়াস উদ্দিন ও তার লোকজন বালু ভরাট করতে গেলে সানোয়ার ও তার লোকজন বাঁধা দেয়। বাঁধা দেওয়ার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে এক পর্যায়ে মারপিটে জড়িয়ে পড়ে। রূপগঞ্জ থানার ইন্সপেক্টর জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছে।

সর্বশেষ খবর