বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

বঙ্গবন্ধুর সমাধি পরিদর্শন আজ থেকে সাময়িক বন্ধ

করোনা মহামারীর কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ১ এপ্রিল (আজ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। দর্শনার্থীদের এই সময়ে সমাধি সৌধে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছেন টুঙ্গিপাড়ার ইউএনও এ.কে.এম হেদায়েতুল্লাহ।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা প্রতিরোধে সরকারের ১৮ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি। জনসমাগম এড়াতে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মানুষের চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

                -গোপালগঞ্জ প্রতিনিধি

ইউপি চেয়ারম্যান আব্বাসী গ্রেফতার

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসীকে অস্ত্র মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকালে রাজধানী ঢাকার হাজারীবাগ থানার পূর্ব রায়ের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্বাসী  মেঘনার ভাওরখোলা গ্রামে গত ১৯ ফেব্রুয়ারি নাজমা  বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি। এছাড়া ওই হত্যাকান্ডের দিন তার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় তাকে প্রধান আসামি করে আরেকটি মামলা দায়ের করে পুলিশ। ওই অস্ত্র মামলায় জেলা ও মেঘনা থানা পুলিশের সদস্যরা ঢাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ছয়টি হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।       -কুমিল্লা প্রতিনিধি

আলোচিত নুরুল আমিনের ৬ বছর কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে বরিশাল নগরীর আলোচিত লাচিন ভবনের মালিক ও ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নুরুল আমিন সিকদারকে পৃথক দুটি ধারায় ৬ বছরের কারাদন্ড ও ৩ কোটি টাকা অর্থদন্ড  দিয়েছেন আদালত। একই সঙ্গে অবৈধভাবে অর্জিত স্ত্রী ইসরাত জাহানের নামে করা নগরীর আলেকান্দা এলাকায় ১২ শতাংশ জমির উপর ৫ তলাবিশিষ্ট লাচিন ভবন (বর্তমানে ওই ভবনে আয়কর বিভাগের সার্কেল অফিস) এবং নাবালক ছেলে আদিল আমিন লাচিনের নামে ঢাকার বড় মগবাজারে ইস্টার্ন টিউলিপ ভবনের ১৬২০ বর্গফুটের ফ্ল্যাট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত। বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. মহসিনুল হক গতকাল বিকালে এই রায় ঘোষণা করেন। -নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দোয়া চেয়েছেন এমপি রিমি

দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার অবস্থার অবনতি হলে রিমিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত শুক্রবার নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ রিপোর্ট পেলে বনানীর নিজ বাসায় হোম আইসোলেশনে ছিলেন। তাঁর দুই ছেলেও সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি সুস্থতা কামনা করে নির্বাচনী এলাকা কাপাসিয়া, গাজীপুর ও দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। তাঁর রোগ মুক্তি কামনা করে কাপাসিয়া উপজেলার মসজিদে মসজিদে বিশেষ দোয়া এবং মন্দিরসহ অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হয়েছে।              -কাপাসিয়া প্রতিনিধি

শ্রমিক হত্যায় স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টকর্মী আমিনুল ইসলাম কালু হত্যাকান্ডে করা মামলার রায়ে নিহতের দন্ডিত স্ত্রীর পরকীয়া প্রেমিককে পৃথক দুটি ধারার মধ্যে একটিতে মৃত্যুদন্ড ও আরেকটিতে অর্থদন্ডসহ কারাদন্ড দিয়েছে আদালত। এ ছাড়া নিহতের স্ত্রীসহ ৩ জনকে যাবজ্জীবনসহ পৃথক ধারায় কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন দন্ডিত চার আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন। তারা হলো, নিহত আমিনুল ইসলাম কালুর স্ত্রী রিক্তা বেগম, পরকীয়া প্রেমিক রেজাউল করিম পলাশ, খুনের সহযোগী আতিকুল ইসলাম আতিক ও মিজানুর রহমান।        -নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর