বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

দখলদার মুক্ত হচ্ছে ইছামতী

পাবনা প্রতিনিধি

দখলদার মুক্ত হচ্ছে ইছামতী

পাবনার ঐতিহ্যবাহী ইছামতী নদী অবৈধ দখলদার মুক্ত হচ্ছে। জেলা প্রশাসন নদীর প্রবাহ ফিরিয়ে আনতে উচ্ছেদ ও পুনঃখনন শুরু করেছে। শহরের হাউজপাড়া মোড়ে পুরাতন ব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান ও পুনঃখনন কার্যক্রমের কাজ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, প্রথম পর্যায়ে প্রায় ৯  কোটি টাকা ব্যয়ে পৌর এলাকার ৭.৬৭ কিমি. নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খননের কাজ করা হচ্ছে। সারা দেশের ন্যায় অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় পাবনার এই ইছামতি নদী পুনঃখনন কার্যক্রম নেওয়া হয়েছে। এবারের উচ্ছেদ অভিযানে যেন কোনো বৈধ বসতি ক্ষতিগ্রস্ত না হয় তা বিবেচনায় নিতে জেলা প্রশাসককে অনুরোধ জানিয়ে স্থানীয় সংসদ সদস্য। দীর্ঘদিন ধরে নদীর দুপাড়ে যারা বাস করছেন তাদের সঠিক কাগজপত্র থাকলে তা বিবেচনায় নিতে হবে। কোনো বৈধ জমির মালিক যেন উচ্ছেদ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত না হয়। অবৈধ দখলদার হলেও যারা আশ্রয়হীন হয়ে পড়বে তাদের আশ্রয়ের ব্যবস্থা নিতেও জেলা প্রশাসককে নির্দেশনা দেন তিনি। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতেই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কবীর মাহমুদ। তিনি বলেন, আইনের বাইরে কোনো কিছুই করা হবে না। করোনা পরিস্থিতি বিবেচনায় নদী পাড়ের বাসিন্দারা যেন গৃহহীন হয়ে না পড়ে, সেদিক বিবেচনায় আমরা দ্রুতগতিতে কিছুই করব না। তাদের বাসস্থান খুঁজে নিতে পর্যাপ্ত সময় দেওয়া হবে।

এদিকে, ইছামতি নদী পাড়ের বাসিন্দারা নিজেদের বৈধ দাবি করে অভিযান শুরুর আগেরদিন, সোমবার থেকে ক্ষতিপূরণ দাবি করে উচ্ছেদ বন্ধের দাবিতে শহরের প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করে।

সর্বশেষ খবর