শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পাভেল এখনো জানে না বাবা-মা বেঁচে নেই

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বাবা-মা বেঁচে নেই। এখনো জানে না রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পীরগঞ্জের নিহত ১৭ জনের মধ্যে একমাত্র বেঁচে যাওয়া পাভেল ইসলাম (১৭)। বাবা মোখলেসুর রহমান (৪০) ও মা পারভীন বেগম (৩৫) এই পৃথিবীতে নেই- সে কথা পাভেলকে এখনো জানানো হয়নি। জানে না সেদিন মাইক্রোবাসে থাকা সে বাদে ১৭ জনই মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে পাভেল। তার সঙ্গে আছেন মামি, চাচাতো ভাই সাগরসহ চারজন। গতকাল বিকালে রাজশাহী হাসপাতালে অবস্থানরত পাভেলের চাচাতো ভাই সাগর মুঠোফোনে জানান, পাভেলের জীবনে যে কী ঘটে গেছে তা সে এখনো জানে না। মা-বাবা বেঁচে নেই- এসব এখনো তাকে জানানো হয়নি।

 ডাক্তার আমাদের তার কাছে বারবার যেতে বলেছেন। পরিচিতদের সঙ্গে কথা বলতে বলেছেন। আমরাও যাচ্ছি। তবে পাভেল কথা বলতে পারছে না। আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামালের বরাত দিয়ে সাগর বলেন, শনিবারের মধ্যেই পাভেলকে সাধারণ বেডে হস্তান্তর করা হবে। এখন তার জ্ঞান ফিরেছে। কিছুটা আশঙ্কামুক্ত। গত ২৬ মার্চ রংপুরের পীরগঞ্জের ১৮ জন একটি মাইক্রোবাসে পিকনিকের উদ্দেশে রাজশাহী যাচ্ছিল। পথিমধ্যে কাটাখালীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১৭ জন প্রাণ হারান। শুধু বেঁচে যায় পাভেল। পাভেলের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের দ্বারিকাপাড়া গ্রামে। সে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। মাইক্রোবাসে ওঠার পর একটি সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছিল ‘গোয়িং টু রাজশাহী’।

সর্বশেষ খবর