শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সংক্রমণ ঠেকাতে কঠোর সিলেট প্রশাসন

বিশ্বনাথ (সিলেট)প্রতিনিধি

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে কঠোর হচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসন। প্রবাসী অধ্যুষিত এ শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন। প্রতিদিনই সচেতনতামূলক প্রচার-প্রচারণা ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচির পাশাপাশি, আইন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেওয়া হচ্ছে অর্থদন্ডও। স্বাস্থবিধি না মানলে, আগামী দিনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে সভা-সমাবেশ না করতে ও সরকারি নির্দেশনা মেনে চলতে সবাইকে আহ্‌বান জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। সূত্র জানায়, করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে সিলেটের বিশ্বনাথেও নতুন করে শনাক্ত হন একাধিক নারী-পুরুষ। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী।

সর্বশেষ খবর