রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
সংবাদ সম্মেলনে পৌর মেয়র

ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের জন্য দায়ী হেফাজত ও বিএনপি-জামায়াত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গত ২৮ মার্চ হেফাজতের হরতালের সময় ব্রাহ্মণবাড়িয়ায় চালানো তান্ডবের ঘটনায় হেফাজত, বিএনপি, জামায়াত ও পৌর নির্বাচনে পরাজিত দুই মেয়র প্রার্থীর সমর্থকদের দায়ী করলেন পৌর মেয়র মিসেস নায়ার কবীর। শহরের নিজ বাসভবনে গতকাল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে বলেন, ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন বিকালে প্রথম মাদরাসার একদল ছাত্র আকস্মিকভাবে পৌরসভার বঙ্গবন্ধু স্কয়ারে স্বাধীনতা দিবসের ব্যানার, ফেস্টুন ভেঙে আগুন ধরিয়ে দেয়।

ক্ষতবিক্ষত করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। দ্বিতীয়বার হেফাজতের হরতাল চলাকালে ২৮ মার্চ হেফাজতের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে বিএনপি-জামায়াত জোট এবং বিগত পৌর নির্বাচনে পরাজিত দুই প্রার্থীর সমর্থকরা বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধু প্রতিকৃতি এবং সুর সম্রাট ওস্তাদ খাঁ পৌর মিলনায়তনে গান পাউডার ছড়িয়ে ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভীত সন্ত্রস্ত হয়ে পৌর ভবনে থাকা কর্মকর্তা কর্মচারীরা পালিয়ে জীবন রক্ষা করেন। হামলাকারীরা ভবনের সব ফটক ভেঙে ভিতরে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অরাজক পরিবেশ সৃষ্টি করে।  এতে পৌরসভার প্রায় ৭১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর