রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) নির্দেশে অভিযুক্ত ৩৪ মুক্তিযোদ্ধার যাচাই-বাছাইয়ে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ১৫ জন মুক্তিযোদ্ধা। জামালপুরের মাদারগঞ্জে গতকাল উপজেলার আদারভিটা ইউনিয়নের গুনেরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অবিলম্বে বীর মুক্তিযোদ্ধাদের সমস্যা নিরসনের আহ্বান জানানো হয়।

 মুক্তিযোদ্ধা আবদুস ছালাম খানের স্বাক্ষরে (গেজেট নং ১৬০০) লিখিত বক্তব্যে জানা যায়, বিগত ১৫ ও ১৭ ফেব্রুয়ারি উপজেলার ৩৪জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। এতে উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফুর রহমান আতা মন্তব্য করেছেন, ১৫জন মুক্তিযোদ্ধাই ভারতে ট্রেনিং করেছেন। ওই ১৫ মুক্তযোদ্ধা ভারতে ট্রেনিং করেছেন কিন্তু যুদ্ধ করেননি বলে মন্তব্য করেছেন। অথচ কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর ১৫ জন মুক্তিযোদ্ধার বিষয়ে তার মন্তব্যে ‘দাখিলকৃত রেকর্ড ও দলিলপত্রাদি বিশ্লেষণ, প্রার্থীর মৌখিক বক্তব্য এবং সহযোদ্ধাদের বক্তব্যে অসামঞ্জস্যতা বিদ্যমান’ বলে ১৫ মুক্তিযোদ্ধা সম্পর্কে তার মন্তব্যের কলামে একই মন্তব্য কপি- পেষ্ট করেছেন। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা জানান, ১৫ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে কমিটির সদস্য সচিবের নেতিবাচক মন্তব্যের বিষয়ে যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফুর রহমান আতা কিছুই জানেন না বলে জানিয়েছেন। মুক্তিযোদ্ধারা জানান, মুক্তিযোদ্ধা কল্যানট্রাস্টের ২০১৮ সালের ৫১ নং আইন অনুসারে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা (ক) যে সব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন তারা যুদ্ধ করার সুযোগ না পেলেও প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন।  এ বিষয়ে মাদারগঞ্জ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর জানান, ১৫ মুক্তিযোদ্ধা ডকুমেন্ট হিসেবে যেসব কাগজপত্র দাখিল করেছেন তার সঙ্গে তাদের বক্তব্যের মিল নেই। এরপরও এ বিষয়ে কারও আপত্তি থাকলে জামুকাতে আপিল করতে পারবেন।

সর্বশেষ খবর