রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে এক মৎস্য চাষির পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে ২ লাখ টাকার মাছ মারা গেছে। গতকাল দুপুরে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের গোছাইল গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন গোছাইল গ্রামের মৎস্য চাষি মাসুদ রানা সাড়ে তিন বিঘা আয়তনের পুকুর লিজ নিয়ে পাবদা রেণু মাছ চাষ করছিলেন। গত বৃহস্পতিবার রাতে যে কোনো সময় পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। পরে সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে। স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি মৎস্য চাষি মাসুদ রানাকে অবগত করেন। মৎস্য চাষি মাসুদ রানা বলেন, গ্রামের পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরে প্রায় ২ লাখ টাকার মাছ মারা গেছে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর