রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

অনিয়মের অভিযোগে বন্ধ স্কুলভবন নির্মাণ কাজ

কালিয়াকৈর প্রতিনিধি

অনিয়মের অভিযোগে বন্ধ স্কুলভবন নির্মাণ কাজ

গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ওঠার পর দুই মাস ধরে বন্ধ রয়েছে কাজ। এর আগেও একই অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিলেন এলাকাবাসী। বারবার অনিয়ম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। উপজেলার নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ ও উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, গত বছর এপ্রিল মাসে চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট ওই স্কুলের একটি ভবনের র্নিমাণ কাজ শুরু হয়। কাজের শুরুর দিকে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দেন এলাকাবাসী। পরে সঠিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। কিন্তু আবারও কাজে অনিয়ম করা হয়। অনিয়মের বিষয়টি জানাজানি হলে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী ওই ভবনের কাজ দুই মাস আগে আবার বন্ধ করে দেন। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনও রয়েছেন লাপাত্তা। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী ও তদারকি কর্মকর্তা সেলিম হোসেন জানান, মিস্ত্রিদের কারণে স্কুলভবন নির্মাণে কিছু ত্রুটি হয়েছে। সেগুলো সংশোধনের চেষ্টা করলে কিছু লোক নানা অজুহাতে কাজ বন্ধ করে দেয়। কালিয়াকৈর এলজিইডির প্রকৌশলী বিপ্লব পাল জানান, ওই স্কুলের ভবনের বিষয়ে মন্ত্রণালয় থেকে তদন্তে আসার কথা রয়েছে।

সর্বশেষ খবর