সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

করোনা মোকাবিলায় শেখ হাসিনা বিশ্বে অনন্য

শরীয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অনন্য। ঘনবসতিপূর্ণ জনসংখ্যার বাংলাদেশে অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া, সরকার খাতভিত্তিক প্রণোদনা প্যাকেজ ও আর্থিক সহায়তা দিয়েছেন। গতকাল নড়িয়ায়  উপজেলা  প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 কভিড-১৯ প্রাদুর্ভাব মোকাবিলায় বিশেষ আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। আশা করা যায়, জননেত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রম ও অদম্য মনোবলের কারণে বিশ্বের অনেক উন্নত দেশের আগেই করোনা মোকাবিলায় বাংলাদেশ ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। এ ছাড়াও গতবারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দক্ষ রাষ্ট্রনায়কের ন্যায় দৃঢ় মনোবল নিয়ে প্রতিনিয়ত সার্বিক কার্যক্রম মনিটরিং ও সমন্বয় করে চলেছেন। আর আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক থাকুক। এর আগে নবনির্মিত অত্যাধুনিক নড়িয়া উপজেলা হাসপাতাল এবং জাজিরা-নড়িয়া পদ্মা নদীর ডান ও বাম তীর রক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং চিকিৎসকদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন উপমন্ত্রী এনামুল হক শামীম।

সর্বশেষ খবর