সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি

জামালপুরে পরকীয়ার জেরে একজনকে হত্যার দায়ে মা ও মেয়েসহ তিনজনের সশ্রম যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। দ প্রাপ্তরা হলেন মোছা: জান্নাতুল ফেরদৌস শাপলা (৩৫) তার মা মোছা: সুফিয়া আক্তার রিনা (৫৩) ও মো: এহসান আহাম্মেদ সোহাগ (৩৬)। গতকাল জেলা ও দায়রা জজ মো: জুলফিকার আলী খান এই রায় দেন।

 রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, পরকীয়ার জেরে ২০১৩ সালের ৮ মে সকালে জামালপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আ: বারী সরকারের ছেলে মিজানুর রহমান মজনু (৩৭)-কে হত্যা করে পার্শ্ববর্তী ডেংগারগড় গ্রামের একটি পতিত জমিতে ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিনই নিহতের মা মোছা: হাসিনা বেগম বাদী হয়ে হত্যাকান্ডে র সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুত্রবধূ মোছা: ফারজানা ইসলাম লাকীসহ (৩৮) অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত করে হত্যাকান্ডে র সঙ্গে সম্পৃক্ততা না থাকায় নিহতের স্ত্রীকে মামলা থেকে অব্যাহতি দিয়ে ও কললিস্ট পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত থাকায় চারজনের বিরুদ্ধে ২০১৫ সালের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ বিচারের পর ১৯ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যের ভিত্তিতে জেলা ও দায়রা জজ হত্যাকান্ডে র সঙ্গে জড়িত থাকায় সদর উপজেলার ডেংগারগড় গ্রামের আলতাফ হোসেন মুরাদের মেয়ে মোছা: জান্নাতুল ফেরদৌস শাপলাকে সশ্রম কারাদ  ও ৫০ হাজার টাকা অর্থদ , আলতাফ হোসেন মুরাদের স্ত্রী মোছা: সুফিয়া আক্তার রিনা এবং শ্রীরামপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. এহসান আহাম্মেদ সোহাগকে সশ্রম কারাদ  ও ৩০ হাজার টাকা অর্থদ াদেশ দেন।

সর্বশেষ খবর