সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আলু রাখার জায়গা নেই হিমাগারে

লালমনিরহাট প্রতিনিধি

আলু রাখার জায়গা নেই হিমাগারে

বাজারে দাম নেই। হিমাগারে জায়গা নেই। এ অবস্থায় আলু নিয়ে বিপাকে পড়েছেন লালমনিরহাটের আলু চাষিরা। ফলন ভালো হলেও হিমাগারে জায়গা না পাওয়ায় বাধ্য হয়েই কম দামে আলু বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে তাদের। লালমনিরহাটে এবার দেড় লাখ টন আলু উৎপাদন হলেও জেলার ৮টি হিমাগারে ধারণক্ষমতা মাত্র ৬৬ হাজার টন। ধারণক্ষমতা ফুরিয়ে যাওয়ায় ইতিমধ্যেই আলু বুকিং বন্ধ করে দিয়েছেন হিমাগার মালিকরা। লালমনিরহাটের বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, গত কয়েক দিন আগে পাইকারি বাজারে ১০ টাকা কেজি দরে আলু বিক্রি হলেও এখন তা নেমে এসেছে ৯ টাকায়। এতে উৎপাদন খরচও উঠছে না চাষিদের।  আদিতমারি উপজেলার কমলাবাড়ি গ্রামের আলুচাষি ইমরান ইসলাম জানান, ১৫ বিঘা জমিতে আলু চাষ করেছেন তিনি। প্রতি বিঘাতে তার খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। আর প্রতি বিঘাতে আলুর ফলন হয়েছে ১০০ থেকে ১১০ মণ। গত কয়েক দিন আগে তিনি প্রতি কেজি আলু বিক্রি করেছেন সাড়ে ৯ টাকা দরে। এতে প্রতি বিঘাতে তার লোকসান হয়েছে প্রায় ১০ হাজার টাকা। সদর উপজেলার বড়বাড়ি গ্রামের আলুচাষি অনিল রায় জানান, ১০ বিঘা জমিতে আলু চাষ করে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ হয়েছে ১০ টাকা ৪১ পয়সা। পাইকারি বাজারে দাম না থাকায় এবং আলু রাখার জায়গা না থাকায় তিনি প্রতি কেজি আলু বিক্রি করেছেন ৯ টাকা ১৫ পয়সা দরে। প্রতি কেজিতে তাকে লোকসান দিতে হয়েছে প্রায় দেড় টাকা। এতে ১০ বিঘা আলুর চাষ করে তাকে কয়েক হাজার টাকা লোকসান দিতে হয়েছে। একই কথা জানান, আলুচাষি হেলালসহ অন্যারা। জায়গা ও দাম না থাকায় অনেকেই মাঠে স্তূপকৃত আলু রাত জেগে পাহারা দিচ্ছেন। সদর উপজেলার তিস্তা হিমাগারের স্বত্বাধিকারী মোকছেদ আলী জানান, তাদের হিমাগারের ধারণক্ষমতা ৮ হাজার ৮০০ টন। ইতিমধ্যে এই পরিমাণ আলু বুকিং হয়ে যাওয়ায় তাদের হিমাগারে আর কোনো জায়গা নেই। এ জন্য বুকিং বন্ধ করে দিয়েছেন তারা।

আদিতমারি উপজেলার আবুল কাশেম হিমাগার প্রাইভেট লিমিটেডের ম্যানেজার মমতাজ উদ্দিন জানান, তাদের হিমাগারের ধারণক্ষমতা ৯ হাজার ৮০ টন। ইতিমধ্যেই তা পূরণ হয়ে গেছে। এ অবস্থায় প্রতিদিন আলুচাষিরা আলু রাখার জন্য এলেও আর নেওয়া সম্ভব হচ্ছে না। এতে বাধ্য হয়েই আলুচাষিরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কিন্তু করার কিছু নেই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামীম আশরাফ জানান, লালমনিরহাট জেলায় চলতি মৌসুমে ৫ হাজার ৭২৫ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে।

সর্বশেষ খবর