মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

তরমুজ ব্যবসায় ধস

আমতলী (বরগুনা) প্রতিনিধি

তরমুজ ব্যবসায় ধস

আমতলীতে তরমুজ ব্যবসায় ধস নেমেছে। বাজারে রয়েছে ক্রেতাশূন্য। অর্ধেকে নেমে এসেছে তরমুজের মূল্য। বিপাকে পড়েছেন তরমুজ ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, ক্রেতা না থাকায় তরমুজ বিক্রি করতে পারছি না। স্থানীয় ক্রেতাদের কাছে দুই-একটি যা বিক্রি হচ্ছে, তা দাম গত দিনের অর্ধেক। তারা আরও বলেন, কাঁচা পণ্য বেশি দিন ধরে রাখা যায় না, তাই লোকসান হলেও বিক্রি করে দিতে হয়। আমতলী কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর আমতলীতে তরমুজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ হাজার ৯৯০ হেক্টর। ওই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এ বছর তরমুজের বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতে ভালো চাহিদা থাকায় বাজারে বেশি দামে তরমুজ বিক্রি হয়েছে। এতে এ বছর ভালো ব্যবসার স্বপ্ন দেখেছিল ব্যবসায়ীরা। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সোমবার থেকে দেশব্যাপী সাত দিনের লকডাউন শুরু হয়েছে। এ লকডাউনের কারণে তরমুজ ব্যবসায় ধস নেমেছে। বাজার রয়েছে ক্রেতাশূন্য। অর্ধেকে নেমে এসেছে তরমুজের মূল্য। বিপাকে পড়েছেন তরমুজ ব্যবসায়ীরা এমন দাবি ব্যবসায়ীদের। কাঁচা পণ্য পচে যাওয়ার ভয়ে তারা লোকসানে বিক্রি করে দিচ্ছেন। গতকাল বাঁধঘাট চৌরাস্তায় তরমুজ বাজার ঘুরে দেখা গেছে, বাজার ক্রেতাশূন্য। মাঝারি ধরনের একটি তরমুজ বিক্রি হয়েছে মাত্র ১২০ টাকায়। লকডাউনের আগের দিন ওই তরমুজ ছিল ২০০ টাকা বলে দাবি করেন ব্যবসায়ীরা। আমতলী বাঁধঘাট চৌরাস্তায় তরমুজ ব্যবসায়ী রিপনচন্দ্র মৌয়ালি বলেন, ক্রেতা না থাকায় তরমুজ বিক্রি করতে পারছি না। ১ লাখ টাকার তরমুজ ৬০ হাজার টাকা দাম হাঁকাচ্ছে ক্রেতারা। তিনি আরও বলেন, কাঁচা পণ্য পচে যাওয়ার ভয়ে লোকসানে বিক্রি করতে হচ্ছে। একই বাজারের ব্যবসায়ী বাবুল মৃধা বলেন, লকডাউনের কারণে বাজারে লোকজন আসছে না। ক্রেতা নেই। তাই কম দামে তরমুজ বিক্রি করছি। স্থানীয় ক্রেতাদের কাছে দুই-একটি বিক্রি করছি। তা দাম গত দিনের অর্ধেক। আমতলী উপজেলা কৃষি অফিসার সি এম রেজাউল করিম বলেন, লকডাউনের কারণে বাজারে মানুষ যাচ্ছে না। তাই দাম কমে গেছে। তিনি আরও বলেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর