মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বন্ধ বাস চলাচল, চলছে অটোরিকশা

ময়মনসিংহ প্রতিনিধি

নিষেধাজ্ঞার প্রথম দিনে সরকারি বিধিনিষেধের কারণে ময়মনসিংহে গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, রিকশা, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। এ সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও মাহেন্দ্র’র চালকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছে দ্বিগুণ ভাড়া।

সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড়ে দেখা যায়, কয়েকজন যাত্রী সিএনজিচালিত অটোরিকশা, মাহেন্দ্র ও ট্রাকে পথে পথে যাত্রা বিরতি ও পরিবহন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছেন। পরিবহন সংকটের মুখে দ্বিগুণ ভাড়ায় গন্তব্যে যেতে পেরে অনেকেই খুশি। যদিও অনেকের মধ্যে ছিল না স্বাস্থ্য বিধি মানার কোনো বালাই। এদিকে সকাল থেকেই ময়মনসিংহ নগরীর বৃহৎ কাঁচাবাজার মেছুয়াবাজারে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। নগরীর কয়েকটি স্থানে জেলা ও পুলিশ প্রশাসনের কড়া নজরদারি ছিল। সরকারি আদেশ অমান্য করে গণপরিবহন চালানো, দোকানপাট খুলে ব্যবসা পরিচালনা, হোটেলে বসিয়ে খাওয়ানো এবং মাস্ক না পড়ার কারণে ভ্রাম্যমাণ আদালত কয়েকজনকে জরিমানা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুর রহমান জানান, নগরীতে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের ১৪টি টিম দুই শিফটে দায়িত্ব পালন করছে। লকডাউন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।  জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, লকডাউন কার্যকরে মাঠে পুলিশ কাজ করছে। শহরে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাইকে লকডাউন মেনে চলার আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর