মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বালুর ট্রাকে বাড়ছে দুর্ভোগ

কুষ্টিয়া প্রতিনিধি

ধুলা আর বালুতে পুরো সড়ক সয়লাব। পিচঢালা সড়কের অস্তিত্ব খুুঁজে পাওয়া দায়। সড়কে দুই পাশের বাড়িগুলোর বাসিন্দাদের নাভিশ্বাস অবস্থা। বালুবাহী ভারী ট্রাকের কারণে কোথাও কোথাও সড়ক দেবে গেছে বিপজ্জনকভাবে। এ অবস্থা কুষ্টিয়া শহরের প্রধান সড়কের। গত পাঁচ বছরে দুইবার পুনর্নির্মাণ করা হলেও অতিরিক্ত ভারবাহী ট্রাক চলাচলের কারণে আগের অবস্থায় ফিরে গেছে সড়কটি। সরেজমিন পৌরসভার কানাবিল মোড় এলাকায় দেখা যায়, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক থেকে শুরু হয়ে সড়কটি জুগিয়া হয়ে গড়াই নদীর তীর ঘেঁষে চলে গেছে বারখাদা হাট এলাকায়। গড়াই নদীতে ড্রেজিং মেশিনে কাটা বালু প্রতিদিন শত শত ট্রাকে করে কুষ্টিয়ার বিভিন্ন এলাকাসহ আশপাশের জেলাগুলোতে। এই বালু আগে অবৈধভাবে কেটে নিয়ে যাওয়া হলে চলতি বছরের গোড়ার দিকে ইজারা দিয়েছে জেলা প্রশাসন।

সর্বশেষ খবর