মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ট্রেনের ধাক্কায় ট্রাক দুই টুকরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ট্রেনের ধাক্কায় ট্রাক দুই টুকরা

ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুই টুকরা হয়ে ছিটকে পড়েছে। এতে রেললাইনের পাশের দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার রাতে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, রাত ১০টার দিকে কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে উঠে পাথরবোঝাই একটি বড় ট্রাক বিকল হয়ে যায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে আসছিল। গেটম্যান সিগন্যাল লাইট জ্বালিয়ে ট্রেনটিকে থামার সংকেত দেন। ট্রেন না থামায় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ট্রাকটি ঠেলে প্রায় দেড় শ মিটার নিয়ে যায় ট্রেনটি। এতে ট্রাকের ইঞ্জিন ও বডি দুই টুকরা হয়ে যায়। এ সময় বডির আঘাতে পাশের দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আর ট্রাকের ইঞ্জিন দুমড়ে-মুচড়ে যায়। তবে ট্রেনের কোনো বগি লাইনচ্যুত হয়নি। ট্রেনটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ বলেন, দুর্ঘটনার পর কাশিয়াডাঙ্গা-আমচত্বর বাইপাস সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। দিবাগত রাত ৩টার দিকে ক্রেন দিয়ে ট্রাকের অংশ সরানো হয়। এরপর ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

সর্বশেষ খবর