মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

স্বাভাবিক হিলির আমদানি-রপ্তানি

দিনাজপুর প্রতিনিধি

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে স্বাভাবিক রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। গতকাল অন্যান্য দিনের মতোই চলছে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ পণ্য ছাড়করণ প্রক্রিয়া। ফলে স্থলবন্দরে বিভিন্ন প্রকার পাথর, পিঁয়াজ, চাল, গম, খৈল, ভুট্টাসহ বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী এ বন্দর দিয়ে দেশে প্রবেশ করছে।

স্থলবন্দর থেকে পণ্য বোঝাই ট্রাক দেশের অভ্যন্তরে পৌঁছাতে সরকারের কোনো বাধা নিষেধ নেই। স্বাস্থ্যবিধি মেনে পণ্য আমদানি-রপ্তানি ও পণ্য ছাড়করণ প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যেও সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকৃত পণ্য দ্রুত ছাড়করণ করা হচ্ছে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, লকডাউনে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলে আমদানিকৃত পণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে এবং রমজানে এর কোনো প্রভাব পড়বে না। হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লি. কর্তৃপক্ষ জানান, লকডাউন চলাকালে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার জন্য সরকারি কোনো নির্দেশনা না আসায় বন্দরের আমদানি-রপ্তানিসহ পণ্য খালাস প্রক্রিয়া স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক নিয়মেই চলছে।

সর্বশেষ খবর