শিরোনাম
বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

প্রাইভেট পরিবহনে ভাড়া দ্বিগুণ

কুমিল্লা প্রতিনিধি

প্রাইভেট পরিবহনে ভাড়া দ্বিগুণ

সরকারি নিষেধাজ্ঞা চলাকালে গত দুই দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেখা যায়নি গণপরিবহন বাস। তবে মহাসড়কের কুমিল্লা অংশে চলছে দরজা খোলা রাখা মারুতি ও প্রাইভেট পরিবহন। মোটরসাইকেলে করেও অনেকেই বিভিন্ন স্থানে যাতায়াত করতে দেখা গেছে। ওইসব পরিবহনে গাদাগাদি করে যাত্রী তুলে দ্বিগুণ ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। মহাসড়ক থেকে পুরনো ও ফিটনেসবিহীন মাইক্রোবাস এবং মারুতি গাড়িগুলোকে যাত্রী পরিবহন কাজে ব্যবহার করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ করলেও মহাসড়কের কুমিল্লা অংশে বন্ধ হয়নি। হাইওয়ে পুলিশ কুমিল্লা জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা শাহিন জানান, বিষয়টি নজরে এসেছে। প্রথম দিন হিসেবে কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর