বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পুকুর নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাস পুকুর দখল নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে পাঁচ পুলিশসহ কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত থেকে সোমবার রাত পর্যন্ত উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামে তিন দফা এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, খাস খতিয়ানভুক্ত একটি পুকুর পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর নূরে মদিনা হেরা জামে মসজিদ কর্তৃপক্ষ প্রায় ৫০ বছর ধরে লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি ওই পুকুরটি নিজের দাবি করে একই গ্রামের অলি মিয়া ব্রাহ্মণবাড়িয়া আদালতে একটি মামলা করেন।

মামলা নিষ্পত্তি না হওয়ার আগে সরকার পক্ষ পুকুরটি আবারও মসজিদে লিজ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে অলি মিয়ার লোকজন রবিবার ভোর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ মেরে ফেলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তিন দফায় সংঘর্ষ হয়। এতে পাঁচ পুলিশসহ উভয় পক্ষের ১৬ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করেছে।

নাসিরনগর থানা ওসি আরিচুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের চিকিৎসা শেষ হলে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ খবর