বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

নড়াইলে মুজিবর রহমান (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকালে শহরসংলগ্ন ধোপাখোলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মুজিবরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ মুজিবর রহমান বলেন, ‘বিকালে পাঁচ-ছয় জন মুখোশধারী মোটরসাইকেলে এসে আমার কাছে চাঁদা দাবি করে। এতে অস্বীকার করলে তারা পায়ে গুলি ও কুপিয়ে জখম করে। পরে দোকান থেকে লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। মুজিবর রহমান ধোপাখোলায় বাড়ির পাশেই ভাঙাড়ি ব্যবসা করেন। পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) বলেন, কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তদন্ত করে দেখা হচ্ছে।        -নড়াইল প্রতিনিধি

 

ইটভাটায় যুবকের অর্ধগলিত লাশ

রূপগঞ্জে পরিত্যক্ত ইটভাটা থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের হাত, পা ও মুখ বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভুলতা ইউনিয়নের আমলাবো থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আমলাবোর ডেমরা থানার রানীমহল এলাকার সাত্তার মিয়ার একটি ভাটা রয়েছে। ভাটাটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। গতকাল স্থানীয়র ভাটাটিতে দুর্গন্ধ পেয়ে এগিয়ে যান। গিয়ে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। -রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

 

তাপমাত্রা বৃদ্ধিতে কৃষকের কান্না

ধানের পরাগায়নের সময় কালবৈশাখী ঝড়ে আবহাওয়ার তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় ময়মনসিংহের গৌরীপুরে ১২৫ হেক্টর বোরো ধান নষ্ট হবার পথে। এ পর্যন্ত ওই উপজেলায় প্রায় ১২০০ কৃষক ক্ষতিগ্রস্ত হবার খবর পাওয়া গেছে। নষ্ট হওয়া জমির পরিমাণ দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। ফলে কৃষকদের ঘরে ঘরে কান্নার রোল পড়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার জানান, কালবৈশাখী ঝড়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে অধিক বৃদ্ধি পাওয়ায় আগাম জাতের বোরো ধানের শীষ সাদা বর্ণ হয়ে গেছে। এতে মাওহা, সহনাটি, বোকাইনগর, রামগোপালপুর ইউনিয়নে সবচেয়ে বেশি কৃষকের বোরো ফসল নষ্ট হয়েছে। এছাড়া  বিভিন্ন ইউনিয়নে আংশিক অংশে ফসলের ক্ষতি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি কৃষকদের  খেতে সার্বক্ষণিক পানি ধরে রাখার পরামর্শ দিয়েছেন।                -ময়মনসিংহ প্রতিনিধি

 

ফরিদপুর মেডিকেলের নাম বদল

‘ফরিদপুর মেডিকেল কলেজ’ ও ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ এর নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আলী নুর। গত ৪ এপ্রিল স্বাক্ষর হওয়া প্রজ্ঞাপনের কপি ৬ এপ্রিল বুঝে নেন কর্তৃপক্ষ।        -ফরিদপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর