বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

কুড়িগ্রাম প্রতিনিধি

চোরাকারবারির হাতে ভারতীয় বিএসএফ সদস্য আহত হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩০ এর ৯ এস থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে বালাটারি এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএসএফ প্রতিনিধি দল বিজিবিকে জানায়, গত ৪ এপ্রিল গভীর রাতে বালাতাড়ি সীমান্তে আন্তর্জাতিক পিলার ৯৩০/১০-এস এর কাছে ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পে কর্তব্যরত একজন বিএসএফ সদস্য বাংলাদেশি ৮ থেকে ৯ জন চোরাকারবারির ঢিলের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার উভয় দেশের চোরাকারবারিরা জড়িত থাকতে পারে বলেও জানায় বিএসএফ। ভবিষ্যতে এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল তৎপরতা বৃদ্ধিসহ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের ব্যাপারে উভয়পক্ষ সম্মত হন।

বিজিবি জানায়, ঘণ্টাব্যাপী বৈঠকে বিজিবির ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৩৮ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ইন্দ্রেশ কুমার যাদভ।

সর্বশেষ খবর