বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

হাওরের ধান পুড়ে সাদা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চলে মুহূর্তেই নষ্ট হয়ে গেছে কৃষকের স্বপ্ন। গত দুই দিনের এক অস্বাভাবিক গরম হাওয়ায় এমনটি ঘটেছে। জেলা কৃষি বিভাগের উপ পরিচালক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে গত দুই দিনের ক্ষতির পরিমাণ পাওয়া গেছে ১৪ হাজর ৪২০ হেক্টর। তবে কৃষকদের হিসাব মতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হবে বলে জানান ক্ষতিগ্রস্তরা। তবে কি কারণে এমনটি ঘটেছে তা বলতে পারছে না কৃষি কর্মকর্তারাও। ধানের নমুনা সংগ্রহ করা হয়েছে তা গবেষণা করে দেখা হচ্ছে বলেও জানান তারা। জেলায় ১ লাখ ৮৪ হাজার ৯৮৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওরাঞ্চলেই ৪০ হাজার ৯৬০ হেক্টর। ক্ষতিগ্রস্ত ১৪ হাজার ৪২০ হেক্টর। সরেজমিন ঘুরে দেখা গেছে, এবার হাওরাঞ্চলে বাম্পার ফলনের আশা করছিলেন কৃষকরা। বিভিন্ন সময়ে এপ্রিলের শুরুতেই হাওরে পানি চলে আসে। এ বছর এখনো পানি না আসায় তারা ফসল তুলতে প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু গত রবিবার রাতের এক অস্বাভাবিক তপ্ত হাওয়া বয়ে যায় হাওর জুড়ে। এতে বেশির ভাগ জুড়েই ধানগাছ সব সাদা হয়ে আছে।

কৃষকরা জানান, রাতে প্রায় ঘণ্টাখানেক অসম্ভব গরম অনুভূত হয়। পরদিন সোমবার সকাল থেকে কৃষকরা জমিতে গিয়ে দেখেন পুরো সবুজ রঙ সাদায় পরিণত হয়ে গেছে। কেউ কেউ পথে বসেই মাথায় হাত দিয়েছেন। কেউ কেউ বিলাপ করছেন। গতবার করোনায় লাভ হয়নি। এর আগের বার বন্যায়   ভেসে গেছে। এ বছর বন্যায় না ডুবালেও আশ্চর্যজনকভাবে নষ্ট হয়ে গেছে স্বপ্ন। 

জেলার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরের মল্লিকপুর গ্রামের কৃষক অনুপ তালুকদার জানান, যেগুলোতে দুধ এসেছিল সেগুলোই এমন হয়েছে। আবার মোটামুটি ধান চলে এসেছে যেগুলোতে সেগুলো নষ্ট হবে না। নিচের অর্থাৎ শেষ দিকের লাগানো জমিগুলোই এমন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো ঝড় বা  বৃষ্টি কিছুই না একটা প্রচ  গরম অনুভূত হয়। আর এরপরই সকালে আমরা মাঠে এসে এমনটা দেখতে পাই। এ ছাড়াও জেলার মদন, খালিয়াজুরী, দুর্গাপুর, বারহাট্টাসহ বিভিন্ন এলাকায় কৃষকদের জমিতে এমন ক্ষতির খবর পাওয়া গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর