বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মীরকাদিমে বিস্ফোরণ গ্যাস লিকেজ থেকেই

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মীরকাদিমে বিস্ফোরণ গ্যাস লিকেজ থেকেই

মুন্সীগঞ্জের মীরকাদিম পৌর মেয়রের বাড়িতে বিস্ফোরণ গ্যাস লিকেজ থেকেই হয়েছে বলে জানিয়েছে বোমা ডিসপোজাল ইউনিট। ঘটনার রাতে বোমা ডিসপোজাল ইউনিট, ফায়ার সার্ভিস ইউনিট ও সিআইডির বিশেষ দল  মেয়র আবদুস সালামের বাসভবন পরিদর্শন করেন। বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার  আবদুল মোমেন।

তিনি জানান, ঘটনার পর বোমা ডিসপোসাল ইউনিউট, ফায়ার সার্ভিস এবং সিআইডির একটি দল ঘটনাস্থলে কাজ করেছেন। তারা মেয়র ভবনে সর্বত্র পরীক্ষা নিরীক্ষা করে বোমার কোনো আলামত পায়নি। উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টার দিকে মীরকাদিম পৌরসভার নবনির্বাচিত মেয়রের বাসভবনে বিস্ফোরণ হয়। এতে মেয়র আবদুস সালামের স্ত্রী, প্যানেল মেয়র ও তিনজন কাউন্সিলরসহ ১৩ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন। বাকি ১২ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। মেয়রের স্ত্রী কানন বেগম রয়েছেন আইসিউতে। তার শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে বলে জানান চিকিৎসকরা।

সর্বশেষ খবর