বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

করোনা টিকার দ্বিতীয় লট বরিশালে পৌঁছেছে

করোনা টিকার দ্বিতীয় লট বরিশালে পৌঁছেছে। গতকাল সকাল ৯টায় বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ে ১ লাখ ২০ হাজার টিকা পৌঁছে। এর মধ্যে বরিশাল জেলার জন্য ৫১ হাজার, ঝালকাঠির ১৮ হাজার, পটুয়াখালীর ৩০ হাজার ও বরগুনার জন্য ২১ হাজার ডোজ টিকা পাঠানো হয়েছে। বরিশাল জেলার টিকা সংরক্ষণের পর ফ্রিজার ভ্যানটি অন্যান্য জেলার উদ্দেশে রওনা হয়। বরিশালের টিকা গ্রহণকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

                -নিজস্ব প্রতিবেদক, বরিশাল

স্ত্রীর চেইন রক্ষা করতে গিয়ে আহত পুলিশের এএসআই

স্ত্রীর গলার চেইন রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) কামাল হোসেন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে মহানগরের ডবলমুরিং থানার বাদামতলী মোড়ে এ ঘটনা ঘটে। কামাল হোসেন চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে কর্মরত।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘কামালের স্ত্রী সন্তান নিয়ে রিকশায় বাসায় যাচ্ছিলেন। পেছনে মোটরসাইকেলে ছিলেন কামাল। বাদামতলী পৌঁছলে ছিনতাইকারী চেইন ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় কামাল ধরে ফেললে তাকে ছুরিকাঘাত করা হয়।   -নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কালিয়াকৈরে গৃহবধূকে হত্যার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে উপজেলার সফিপুর রূপনগর এলাকায় নিজের ঘর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। নিহত গৃহবধূ হলেন, সিরাজগঞ্জের সদর উপজেলার চিলগাছা এলাকার ইউনুস আলীর স্ত্রী সুবর্ণা আক্তার (২১)। পুলিশ জানায়, গত পাঁচ মাস আগে সিরাজগঞ্জের সদর উপজেলার চিলগাছা এলাকার শুকুর আলী মেয়ে সুবর্ণা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে ইউনুস আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রী দুজনের মধ্যে পারিবারিক  কোলহ চলে আসছিল। গত মঙ্গলবার রাতেও তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।  -কালিয়াকৈর প্রতিনিধি      

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর