বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

অর্থ সংকটে বন্ধ করোনা ইউনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

অর্থ সংকটে বন্ধ করোনা ইউনিট

দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ শুরু হলেও চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের করোনা ইউনিট আর্থিক সংকটে বন্ধ হয়ে পড়েছে। চালু থাকা করোনা ইউনিট হঠাৎ বন্ধ হওয়ার কারণ হিসেবে অর্থ সংকটকেই দায়ী করেছেন সংশ্লিষ্টরা। গত রবিবার করোনা ইউনিটে দুজন ভর্তি থাকা ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পর এই হাসপাতালের রোগী শূন্য করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে করোনা ইউনিটের। জানা গেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রথম ধাপে হাসপাতালের সপ্তম তলায় চালু করা হয় করোনা ইউনিট। চালুর পর হতে তিন মাসে চিকিৎসক-নার্সদের থাকা-খাওয়া, পরিচ্ছন্নতা-কর্মীদের বেতন, নতুন বেড স্থাপনসহ সবমিলিয়ে খরচ হয় প্রায় ১৫ লাখ টাকা। হোটেলের খাবারের বিলসহ আনুষঙ্গিক প্রায় সব খরচই বাকি রয়েছে বলে   জানা গেছে।

করোনা ইউনিটে দায়িত্বরত এক নার্স জানান, গত রবিবার দুজন করোনা রোগীকে রামেক হাসপাতালে প্রেরণের পর রোগীশূন্য হয় জেলা হাসপাতালের করোনা ইউনিট। তবে রোগী না থাকলেও ওয়ার্ডের সব রুম পরিষ্কার করা হয়েছে। এ ছাড়াও বেডের বিছানা, চাদরসহ বিভিন্ন আসবাবপত্র পরিবর্তন করার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত রাখা হয়েছে করোনা ইউনিট। এদিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, এ মুহূর্তে করোনা ইউনিটের কার্যক্রম বন্ধ থাকলেও করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রাখা হয়েছে করোনা ইউনিট। তবে স্বাস্থ্য দফতরের নির্দেশনা পাওয়া গেলে কার্যক্রম শুরু করা হবে। এ ব্যাপারে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, সংশ্লিষ্ট দফতরে প্রায় ১৫ লাখ টাকার বিল পাঠানো হয়েছে। আশা করা যায়, আগামী ২/৩ দিনের মধ্যে অর্থ পাওয়া যাবে। তিনি আরও বলেন, বর্তমানে জেলায় ৩৮ জন করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। প্রায় সবাই ভালো আছেন। নির্দেশনা পেলেই যে কোনো মুহূর্তে করোনা ইউনিট আবারও চালু   করা হবে।

সর্বশেষ খবর