বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

করোনাকালেও থেমে নেই গাঁজার চালান

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে করোনাকালেও থেমে নেই গাঁজার ব্যবসা। র‌্যাবের অভিযানে পর পর দুই দিন দুটি গাঁজার চালান ধরা পড়েছে। এ সময় জব্দ করা হয়েছে একটি ট্রাক। গতকাল র‌্যাব-১৩ এক বিজ্ঞপ্তিতে জানায়, গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মীরবাগের একটি  ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ১টি ট্রাক তল্লাশি করে ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, মাদক পরিবহনের জন্য ব্যবহৃত ১টি ট্রাকসহ মাদক ব্যবসায়ী পাবনার মো. রানাকে গ্রেফতার করে র‌্যাব।

এদিকে সোমবার সন্ধ্যায় র‌্যাব রংপুর মহানগরের তাজহাট এলাকায় নিউ সাফা পরিবহন গাড়ি তল্লাশি করার সময় অবৈধ ১৫ কেজি গাঁজা, ৩০ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী পঞ্চগড়ের মো. আমিনুল ইসলামকে (৩৫) গ্রেফতার করে। র‌্যাব ১৩ মিডিয়া অফিসার এএসপি সামুয়েল সাংমা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তাদের সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর