শিরোনাম
শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

চাঁপাইয়ে ঝুঁকিতে আমের গুটি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইয়ে ঝুঁকিতে আমের গুটি

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের সব বাগানে ইতিমধ্যে মুকুল থেকে বেরিয়েছে আমের গুটি। গাছে গাছে গুটি দেখা গেলেও পাঁচ মাস ধরে বৃষ্টি না হওয়ায় এবার আমের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চিন্তিত হয়ে পড়েছেন চাষি ও বাগান মালিকরা। জেলার প্রধান অর্থকরী ফসল হওয়ায় আমকে ঘিরে এ অঞ্চলের মানুষ জীবনজীবিকা নির্বাহ করে। বৈরী আবহাওয়ায় তাদের মুখে যেন হাসি নেই। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর, নয়াগোলা, কোর্ট এলাকা, শিবগঞ্জ, বিরামপুর মরদানাসহ কয়েকটি বাগান ঘুরে দেখা যায়, গাছে শোভা পাচ্ছে আমের গুটি। কোনোটি আকারে ছোট, আবার কোনোটি একটু বড়। বৃষ্টি না হওয়ায় গুটির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। যা আমচাষিসহ বাগান মালিকদের ভাবিয়ে তুলেছে। শাহাজাহান আলী নামে এক আম ব্যবসায়ী জানান, এ বছর গাছে গুটি ভালোই এসেছে, তবে গত অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বৃষ্টি না হওয়ায় ফলন বিপর্যয় হতে পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নজরুল ইসলাম জানান, এ মুুহূর্তে বৃষ্টি হলেও ফলন ভাল হবে, না হলে আম উৎপাদন ব্যাহত হতে পারে। তিনি বলেন, ‘আমচাষিদের গাছে পানি দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দিন জানান, এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি নেই। খরার কারণে আম গাছ পানিশূন্য হয়ে পড়ছে। গাছের গোড়ায় একটু গর্ত করে পানি দিলে গাছগুলো পানিশূন্যতা থেকে রক্ষা পাবে।

সর্বশেষ খবর