শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ডাক্তারি পড়ার অনিশ্চয়তা কাটল দুই ভাইয়ের

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

ডাক্তারি পড়ার অনিশ্চয়তা কাটল দুই ভাইয়ের

মনোহরগঞ্জের অটোরিকশাচালক বিল্লাল হোসেনের অদম্য মেধাবী যমজ ছেলে আরিফুল ও শরিফুল ইসলামের ডাক্তারির পড়ার  অনিশ্চয়তা কেটেছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম তাদের ১ লাখ টাকা শুভেচ্ছা উপহার দিয়েছেন। একই সঙ্গে তিনি তাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। বৃহস্পতিবার যমজ সহোদরের মধ্যে মন্ত্রীর পক্ষে উপহারের টাকা তুলে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম। উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

জানা যায়, সদ্য প্রকাশিত ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় মনোহরগঞ্জের মানরা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আরিফুল ৮২২তম হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও শরিফুল ইসলাম ১১৮৬তম হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের বাবা অসচ্ছল হওয়ায় ভর্তিতে অনিশ্চয়তা দেখা দেয়। পরে এলজিআরডি মন্ত্রী ও কুমিল্লা জেলা প্রশাসকের সহযোগিতার আশ্বাসে অনিশ্চয়তা কেটে গেছে। কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান ২০ হাজার টাকা ও  মনোহরগঞ্জের ডা. নাজনীন উম্মে জাকিয়া ৩০ হাজার টাকা তাদের উপহার দিয়েছেন। এ ছাড়া তাঁরা ভবিষ্যতেও তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ খবর