শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বাজারে ক্রেতার ভিড় স্বাস্থ্যবিধি উপেক্ষিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাজারে ক্রেতার ভিড় স্বাস্থ্যবিধি উপেক্ষিত

নগরীর পোর্ট রোড পাইকারি মাছ বাজারের গতকালের চিত্র

করোনাভাইরাসের কারণে সরকারি নিষেধাজ্ঞার পঞ্চম দিনে দোকানপাঠ খুলে দেওয়ায় বরিশালের বাজারে মানুষের ভিড় বেড়েছে। ক্রেতার চাপ বেড়ে যাওয়ায় বেড়েছে বিভিন্ন নিত্যপণ্যের দাম। কিন্তু বাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে চরমভাবে। অপরদিকে, লকডাউন বাস্তবায়ন, স্বাস্থ্যবিধি রক্ষা এবং বাজার নজরদারিতে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। লকডাউনে বরিশালের বাজারঘাট আগে থেকেই খোলা ছিল। প্রসাধনী ও পোশাক ব্যবসায়ীদের দাবি ছিল দোকান খুলে দেওয়ার। সরকার গতকাল থেকে সারা দেশে শপিং মলসহ দোকানপাঠ খোলার ঘোষণার পর নগরীর অন্যতম বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র চকবাজার, কাঠপট্টি, সদর রোড ও গির্জা মহল্লার সব দোকান খুলেছে। পোশাক, প্রসাধনীসহ অন্য দোকানগুলোতে স্বাস্থ্যবিধি রক্ষা করে বেচাকেনা করার চেষ্টা করতে দেখা গেছে। তবে এরপরও অনেকাংশে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। নিত্যপণ্যের দোকানেও আগের চেয়ে ভিড় বেড়েছে। বিশেষ করে নগরীর পোর্ট রোডের পাইকারি মৎস্য বাজারে সকালে ছিল অসহনীয় ভিড়। অনেকের ছিল না মাস্ক। বাজার নজরদারি, লকডাউন বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি রক্ষায় গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত কুমারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে জরিমানা করেছে।

সর্বশেষ খবর