শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

নেত্রকোনা প্রতিনিধি

দ্বিতীয় দফায় আবারও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন নেত্রকোনার কৃষকরা। গত বৃহস্পতিবার মধ্য রাতে নেত্রকোনার ওপর দিয়ে বয়ে যায় ঝড়ো বাতাস। এ সময় জেলার বিভিন্ন উপজেলার বেশকিছু গ্রামে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। জেলার কলমাকান্দা উপজেলা, বারহাট্টা ও মোহনগঞ্জের বেশ কয়েকটি গ্রামে এ শিলাবৃষ্টি হয়েছে। কৃষকরা বলছেন তাদের অনেক ক্ষতি হয়েছে। এমনো আছে কৃষকের আবাদকৃত পুরো জমিটিই শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। নেত্রকোনা কৃষি অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান বলেন, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিটি হয়েছে। কলমাকান্দার পোগলা ইউনিয়ন, বারহাট্টার চিরাম ও মোহনগঞ্জের সদর- এ তিন ইউনিয়নের খবর পেয়েছি। ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। 

সর্বশেষ খবর