শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ধানের শীষে চিটা হতাশ কৃষক

নাটোর প্রতিনিধি

ধানের শীষে চিটা হতাশ কৃষক

নাটোরে কয়েক হাজার হেক্টর জমির ধানের শীষ সাদা হয়ে চিটা হয়ে গেছে। এতে হতাশ হয়ে পড়েছে কৃষক। কৃষি বিভাগের কাছে নতুন এই রোগ দুশ্চিন্তার কারণ। তাদের মতে, কয়েক দিন আগে ঝড়ো হওয়া, বৃষ্টি ও তাপমাত্রা হঠাৎ বৃদ্ধির কারণে আগাম জাতের ধানে এই সমস্যা দেখা দিয়েছে। নাটোরের কানুসগাড়ি বিল এলাকার চাষি আবদুর রহিম জানান, তিনি পাঁচ বিঘা জমিতে ধান আবাদ করেছেন। শীষ মরে যাওয়ায় এখন তার মাথায় হাত। কীভাবে এর প্রতিকার হবে তা জানা নেই এই বিলের ধানচাষিদের। আগে কোনো বছর এমন সমস্যার সম্মুখীন হননি বলে জানান তারা। নলডাঙ্গা উপজেলার কৃষক সামাদ আলী জানান, যে হারে শীষ মরে চিটা হয়ে গেছে তাতে বিঘাপ্রতি ধানের ফলন অর্ধেকে নেমে আসবে। হালসা এলাকার কৃষক আবদুস সাত্তার বলেন, তিন বিঘা জমিতে ধান চাষ করেছি। ধানের অবস্থা দেখে খুশি ছিলাম। হঠাৎ শীষ বের হওয়ার সময় সাদা হয়ে চিটা হয়ে গেছে জমির অর্ধের বেশি ধান। গুরুদাসপুর উপজেলার তুলাধুনা বিলের কৃষক আক্কাস আলী জানান, শীষ মরে চিটায় পরিণত হওয়ায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হবে তাকে। সদর উপজেলার পন্ডিতগ্রামের ২৫০ কৃষকের ৪০০ বিঘা জমির ধানের একই অবস্থা। নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুব্রত কুমার বলেন, এভাবে শীষ মরে ধান চিটা হওয়ার ঘটনা আগে কখনো নাটোরে দেখা যায়নি। ঝড়ো বাতাস ও তাপমাত্রা বৃদ্ধিতে পরাগায়ণ ব্যাহত হওয়া এমন হয়ে থাকতে পারে। তিনি বলেন, এ সমস্যা সমাধানের জন্য কৃষি বিভাগের কর্মীরা জমিতে পানি ধরে রাখার পরামর্শ দিচ্ছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর