শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মাদক সেবনের কথা বাবাকে বলায় প্রতিবেশীকে হত্যা

দুই জেলায় আরও দুই খুন

প্রতিদিন ডেস্ক

নওগাঁয় মাদক সেবনের কথা বাবাকে বলায় প্রতিবেশীকে হত্যা করেছে এক যুবক। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে তুচ্ছ ঘটনায় আরও দুজন খুন হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর- নওগাঁ : ধামইরহাট মাদক সেবনের কথা বাবাকে বলে দেওয়ায় প্রতিবেশীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার পূর্ব তাহেরপুর গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাজু হোসেনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। নিহতের নাম মোস্তফা কামাল (৩০)। তিনি পূর্ব তাহেরপুর গ্রামের আবদুস সামাদের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই থানায় হত্যা মামলা করেছেন। জানা যায়, রাজু হোসেন কিছুদিন ধরে মাদকে আসক্ত হয়ে পড়েন। বিষয়টি তার পরিবার জানত না। গত বুধবার রাজুর মাদক সেবনের বিষয়টি তার বাবাকে জানান প্রতিবেশী মোস্তফা রহমান। এরপর বাবা রাজুকে বকাঝকা করেন। এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার মোস্তফাকে প্রকাশ্যে হুমকি দেন রাজু। শুক্রবার সকালে মোস্তফা বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে ধারালো হাঁসুয়া দিয়ে পেছন থেকে রাজু তার মাথায় আঘাত করেন এবং পিঠে কয়েকটি কোপ দেন। চাঁপাইনবাবগঞ্জ : জেলার ইসলামপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে আবদুর রহমান (৫০) নামে একজন নিহত হয়েছেন। নিহত আবদুর রহমান সদর উপজেলার কাজিপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। গতকাল সকালে এ সংঘর্ষের ঘটে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে। নাটোর : নাটোরের সিংড়ায় তরমুজ বিক্রি নিয়ে তর্কবিতর্কের সময় ক্রেতার ছুরিকাঘাতে জিল্লুর প্রামাণিক (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সিংড়া উপজেলার সাতপুকুরিয়া বাজারে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর ইন্দ্রাসন গ্রামের গেদা প্রামাণিকের ছেলে। অভিযুক্ত বাচ্চু ঘটককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, দুপুরে সাতপুকুরিয়া বাজারে তরমুজ বিক্রি করছিলেন জিল্লুর। এ সময় তরমুজ কিনতে যান বাচ্চু ঘটক। তরমুজের দাম নিয়ে জিল্লুরের সঙ্গে বাচ্চুর কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাচ্চু দোকানে থাকা ছুরি দিয়ে জিল্লুরের শরীরে আঘাত করেন।

সর্বশেষ খবর