রবিবার, ১১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ভোলায় উদ্বেগজনক হারে বাড়ছে বাল্যবিয়ে

ভোলা প্রতিনিধি

ভোলায় দিনে দিনে উদ্বেগজনক হারে বাড়ছে বাল্যবিয়ে। স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার গবেষণায় দেখা গেছে বর্তমানে ভোলায় বাল্যবিয়ের হার ৬০ শতাংশের বেশি। এ জন্য সচেতনতার অভাব, নারীর নিরাপত্তার অভাব, অভিভাবকের অর্থিক অসচ্ছলতার পাশাপাশি ভুয়া জন্মনিবন্ধন সনদ প্রদানকে বিশেষভাবে দায়ী করা হয়েছে। গতকাল সকালে উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন আয়োজিত ‘শিশুর বিয়ে প্রতিরোধে করণীয়’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে গবেষণাপত্রটি উপস্থাপন করেন সংস্থার যুগ্ম পরিচালক ইকবাল উদ্দিন। কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। ভার্চুয়াল সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ গিয়াস উদ্দিন, মোশারফ হোসেন, পল্লব কুমার হাজরা, আল নোমান, রাসেলুর রহমান, এ এইচ তৌফিক আহমেদ প্রমুখ। বক্তারা বাল্যবিয়ের অন্যান্য কারণের মধ্যে কন্যা সন্তানকে কম গুরুত্ব দেওয়া, শিশু সুরক্ষা হটলাইনের ব্যবহার না করা, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা না থাকা এবং স্কুল থেকে ঝরে পড়ার কথা উল্লেখ করেন। গবেষণাপত্রে বাল্যবিয়ে প্রতিরোধে সুপারিশমালায় স্থানীয় ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করণ এবং ভুয়া জন্ম নিবন্ধন না করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে সক্রিয় করা, গ্রাম পর্যায়ে কমিটি গঠন, নারীর নিরাপত্তা বৃদ্ধি, নারী শিশুকে উপবৃত্তির আওতায় আনা, রেজিস্টার্ড কাজী ছাড়া বিয়ে পড়ানো বেআইনি মর্মে প্রচারণা চালানোর কথা বলা হয়েছে।

সর্বশেষ খবর