রবিবার, ১১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ

নাটোর প্রতিনিধি

স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ

নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের হরিণা গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে তৈরি করলেন ৭০০ মিটার গ্রামীণ রাস্তা। দীর্ঘদিন ধরে এ রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের।

কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু বলেন, ওই রাস্তার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা তদবির করে আসছি। গ্রামবাসী উদ্যোগ নিলে আমার সাধ্যমতো সহযোগিতা করে কাজ উদ্বোধন করি। গ্রামবাসীকে ধন্যবাদ জানাই নিজ উদ্যোগে রাস্তা তৈরির জন্য। চেয়ারম্যান বলেন, এভাবে প্রতিটা গ্রামের মানুষ এগিয়ে এলে প্রধানমন্ত্রী ঘোষিত ‘গ্রাম হবে শহর’ অতি অল্প সময়ে বাস্তবায়ন সম্ভব হবে। হরিণা গ্রামবাসী রাস্তাটি অতি দ্রুত পাকা করার দাবি জানিয়েছেন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির কাছে।

সর্বশেষ খবর