রবিবার, ১১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

‘প্রতিবন্ধীদের ভবিষ্যৎ গড়তে কাজ করছেন শেখ হাসিনা’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রতিবন্ধীদের ভবিষ্যৎ গড়ে তুলতে সারথি হিসেবে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সম্পদ হিসেবে প্রতিবন্ধীরা এখন শিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে অবদান রাখছে। বিশেষ করে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ নিয়ে পরিবারের বোঝা না হয়ে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও আর্থিক সহায়তা করছে তারা। আর তা সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে। গতকাল জামালপুর সুইট বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খন্দকার হাফিজুর রহমান বাদশা, অজয় কুমার পাল,  ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।  -জামালপুর প্রতিনিধি

 

কুমিল্লায় আসন ফাঁকা নেই করোনা ইউনিটে

কুমিল্লায় বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। জেলার হাসপাতালের করোনার ইউনিটে ফাঁকা নেই আসন। গতকাল পর্যন্ত কুমিল্লায় মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৬০০ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হন ৯৮ জন। এ সময়ে মারা গেছেন সাতজন। কুমিল্লায় এ পর্যন্ত মোট মারা যান ৩২০ জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মহিউদ্দিন বলেন, ‘আসন সংখ্যার চেয়ে বেশি রোগীর সেবা দিচ্ছি। আমাদের যথেষ্ট লোকবল রয়েছে। অক্সিজেন সরবরাহও করা যাবে। তবে যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়ে চিন্তায় আছি।’

-কুমিল্লা প্রতিনিধি

 

অবশেষে মেরামত হচ্ছে লর্ড লিটন সেতু

পূর্ব ও পশ্চিম নওগাঁকে যুক্ত  করেছে ছোট যমুনা নদীর ওপর নির্মিত লর্ড লিটন সেতু। দীর্ঘসময় পর অবশেষে ঐতিহ্যবাহী সেতুটির মেরামত কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে সেতুটি আগামী ৩০-৪০ বছরের জন্য পুরোপুরি ব্যবহারের উপযোগী হবে বলে জানা গেছে। নওগাঁ সওজ বিভাগ সূত্রে জানা যায়, ব্রিটিশ শাসন আমলে তৎকালীন লর্ড লিটন ছোট যমুনা নদীর ওপর সেতুটি নির্মাণ করেছিলেন। তার নামানুসারে সেতুর নামকরণ হয়। ১৯৮৪ সালে সেতুটি মেরামত করে বর্তমান আকারে নিয়ে আসা হয়। এরপর আর সংস্কার না করায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অনেক জায়গায় বড় বড় ছিদ্র হয়েছিল। এ অবস্থা থেকে ঐতিহ্যবাহী সেতুটির স্থায়িত্ব বৃদ্ধি এবং মজবুত করার লক্ষ্যে প্রকল্প হাতে নেয় নওগাঁ সওজ বিভাগ। সরকার প্রকল্পটি অনুমোদন দিয়ে অর্থ বরাদ্দ দেওয়ায় মেরামত কাজ শুরু হয়েছে।              -নওগাঁ প্রতিনিধি

 

আত্মহত্যার ৯ দিন পর কথিত প্রেমিকের বিরুদ্ধে মামলা

বরিশালে স্কুলছাত্রী তামান্না আফরিন (১৫) আত্মহননের ঘটনায় মামলা হয়েছে। নয় দিন পর গতকাল ওই ছাত্রীর বাবা রফিকুল ইসলাম টিপু বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। স্কুলছাত্রীর কথিত প্রেমিক সাদমান গালিবকে একমাত্র আসামি করা হয়েছে। মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক আসাদুল ইসলাম। মামলায় অভিযোগ করা হয়, প্রায় ছয় মাস আগে তামান্নাকে চাইনিজ খাবারের আড়ালে চেতনানাশক খাইয়ে নিজ বাসায় নিয়ে যায় কথিত প্রেমিক গালিব। খবর পেয়ে তার বাবা ও মা গালিবের বাসা থেকে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তামান্নাকে উদ্ধার করেন। ওই দিন গালিব তামান্নার অশালীন ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখে বলে অভিযোগ তাদের। কিছু দিন তামান্নার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখে গালিব। তার প্রতারণার কারণে ২ এপ্রিল নানাবাড়িতে ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে ফাঁস নেয় তামান্না।      -নিজস্ব প্রতিবেদক, বরিশাল

 

হত্যার বিচার দাবি এলাকাবাসীর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে জুয়েল হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল অনুষ্ঠিত এ কর্মসূচিতে শত শত নারী-পুরুষ অংশ নেন। গত বুধবার রাতে মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জুয়েলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জুয়েলের ভাই থানায় মামলা করেন। ঘটনার রাতে মদনপুর ইউপির সাবেক মেম্বার শাহাজালাল মিয়ার স্ত্রী শাহানাজ বেগম ও তার ছেলে ইয়াছিনকে আটক করে পুলিশ।       -নারায়ণগঞ্জ প্রতিনিধি

২০০ মণ জাটকা জব্দ তিনজনের কারাদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়া ও লৌহজং উপজেলায় গতকাল পৃথক অভিযানে ২০০ মণ জাটকা জব্দ করেছে নৌপুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়। এ ছাড়া একটি ট্রাক ও একটি ট্রলার জব্দ করা হয়েছে। নৌপুলিশ সূত্র জানায়, সকালে গজারিয়ার থ্রি এঙ্গেল শিপইয়ার্ডের কাছে মেঘনা নদীতে জাটকাবোঝাই একটি ট্রলারসহ চারজনকে আটক করে নৌপুলিশ। এ সময় ট্রলার থেকে ১০০ মণ জাটকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনজনকে এক বছর করে কারাদণ্ড  এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এদিকে, লৌহজংয়ের হলদিয়া এলাকা থেকে ভোরে একটি ট্রাক থেকে ১০০ মণ জাটকা জব্দ করা হয়েছে। জব্দ জাটকা বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।         -মুন্সীগঞ্জ প্রতিনিধি

 

হেফাজতের তাণ্ডবের প্রতিবাদ আওয়ামী লীগের

হেফাজত ইসলামের দেশব্যাপী তাণ্ডব ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এবং করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন করেছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ। গতকাল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সফিকুল হোসেন, অ্যাডভোকেট গণেশ নারায়ন চৌধুরী, অ্যাডভোকেট সফিকুল আজম মামুন প্রমুখ।      -রাজবাড়ী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর