রবিবার, ১১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আওয়ামী লীগ-ছাত্রলীগ সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

লালমনিরহাট প্রতিনিধি

আওয়ামী লীগ-ছাত্রলীগ সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

সংঘর্ষ চলাকালে নেতা-কর্মীদের শান্ত করার চেষ্টা করছে পুলিশ -বাংলাদেশ প্রতিদিন

লালমনিরহাটে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে ১০ জন আহত হয়েছেন। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এলাকায় গতকাল দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের ভাগ্নে সবুজের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে বিবাদ সৃষ্টি হয় কয়েক ছাত্রলীগকর্মীর। এর জেরে ছাত্রলীগের কয়েকজন গত বৃহস্পতিবার রাতে সবুজের বাড়িতে গিয়ে গালমন্দ করে ও ঢিল ছুড়ে। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় পরদিন জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করকে প্রধান করে বেশ কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে সবুজের পরিবার। ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা করায় ক্ষুব্ধ হন সংগঠনের নেতা-কর্মীরা। তারা মামলা প্রত্যাহারের দাবি করে শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। মামলা প্রত্যাহার না হলে সোমবার (কাল) জেলায় হরতাল পালনের ঘোষণা দেন। এদিকে শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের একটি গ্রুপ ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয় অতিক্রম করলে ছাত্রলীগ ধাওয়া দেয়। শুরু হয় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশি টহল জোরদার করা হয়েছে। উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা চলছে। 

সর্বশেষ খবর