সোমবার, ১২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মেডিকেলে সুযোগ পেয়েও ভর্তি নিয়ে দুশ্চিন্তা

দিনাজপুর প্রতিনিধি

মেডিকেলে সুযোগ পেয়েও ভর্তি নিয়ে দুশ্চিন্তা

মা-বাবার সঙ্গে নিক্কন রায়

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় নাম এলেও ভর্তি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন দিনাজপুরের ভ্যানচালকের ছেলে নিক্কন রায়। তার চিকিৎসক হওয়ার স্বপ্ন বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্র্য। নিক্কন দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন গ্রামের হতদরিদ্র খনিজ চন্দ্র রায়ের ছেলে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন নিক্কন। মেডিকেলের ভর্তি পরীক্ষার ফল জানার পর পরিবারের সবাই আনন্দে আত্মহারা হলেও চোখে-মুখে ফুটে উঠেছে দুশ্চিন্তার ছাপ। খনিজ চন্দ্র বলেন, ছেলে মেডিকেলে চান্স পেয়েছে এতে খুশি। কিন্তু অভাবের সংসার। অনেক কষ্টে ছেলেকে এতদূর এনেছি। মেডিকেলে ভর্তি করাসহ পড়াশোনার ব্যয় বহনের মতো অবস্থা আমার নেই। নিক্কনের মা মমতা রানী বলেন, বসতভিটা ছাড়া আমাদের কোনো জমি নেই। স্বামী ভ্যান চালিয়ে যা আয় করেন, তা দিয়ে কোনোভাবে সংসার চলে। নিক্কন রায় বলেন, আমার খুব ইচ্ছা চিকিৎসক হয়ে অসহায়, দরিদ্র মানুষের সেবা করব। সে ইচ্ছা হয়তো পূরণ হবে না।

সর্বশেষ খবর