মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

৩ কিলোমিটার সড়কে দুর্ভোগ

দিনাজপুর প্রতিনিধি

৩ কিলোমিটার সড়কে দুর্ভোগ

দিনাজপুরের শশরা ইউনিয়নের ৩ কিলোমিটার সড়ক খানাখন্দে বেহাল। বৃষ্টির সময় সড়কের গর্তে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। হেঁটে চলাচলেও সীমাহীন দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, সড়কটির কোথাও ছোট কোথাও বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ইট, পিচ ও খোয়া উঠে যাওয়ায় হয়ে পড়ছে চলাচলের অযোগ্য। এ সড়ক ব্যবহারকারী কয়েক হাজার মানুষের ভোগান্তির শেষ নেই। বর্ষা মৌসুমে সড়কে পানি জমে কাদা-পানিতে একাকার হয়ে যায়। তাছাড়া কয়েক স্থানে ভেঙে সড়কের অস্তিত্বই বিলীনের পথে। এলাকাবাসী দীর্ঘদিন থেকে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে এলেও সংশ্লিষ্ট প্রশাসনের টনক নড়েনি। খোদমাধবপুর গ্রামের আলী আকবরসহ কয়েকজন বলেন, এই সড়ক দিয়ে আসা-যাওয়ার সময় যখনই ওই রাস্তার কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে যায়। এ সড়কে প্রতিদিন পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি খুব দ্রুত পাকাকরণ করা হোক। স্থানীয় শশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ওই সড়কটি বেশ কিছুদিন ধরে বেহাল দশায় পরিণত হয়েছে। সাধারণ মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলজিইডি কর্তৃপক্ষকে জানিয়েছি, যেন সড়কটি দ্রুত সংস্কার করা হয়।

সর্বশেষ খবর