মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

দুধ ডিম মাংস বিক্রি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে গতকাল থেকে চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম, মুরগি ও মাংস বিক্রি শুরু হয়েছে।

কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, পোলট্রি ফার্মার্স অ্যাসোসিয়েশনের বাস্তবায়নে এবং জেলা প্রাণী সম্পদ অধিদফতরের ব্যবস্থাপনায় ট্রাকযোগে ভ্রাম্যমাণ পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। জেলার ৫ উপজেলায় ১৪টি ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে গরুর মাংস প্রতিকেজি ৫০০, দুধ ৫৫ টাকা লিটার, ডিম প্রতি পিস ৫ টাকা, সোনালী মুরগি প্রতিকেজি ২১০ এবং ব্রয়লার মুরগি ১১০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর