মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আহত ভারতীয় কিশোরকে হস্তান্তর

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে আহত ভারতীয় কিশোর মিলনকে চিকিৎসা শেষে হস্তান্তর করা হয়েছে। গত রবিবার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ঝিকরী ক্যাম্পের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়।

 মিলন ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শাহিদালের কুঠি গ্রামের জগু আলমের ছেলে। গত শনিবার সে অবৈধভাবে সীমান্ত দিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী হয়ে নাগেশ্বরী উপজেলার দোয়ালিপাড়া গ্রামে তার নানা মকবুল হোসেনের বাড়িতে আহত অবস্থায় আসে। নাগেশ্বরী থানা পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাকে বিএসএফের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়।

সর্বশেষ খবর