শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

শিবচরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

নোয়াখালীতে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ৭

মাদারীপুর ও নোয়াখালী প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৫ জন। নিহতের নাম ইলিয়াছ ঢালী (৪০)। তিনি শিবচর উপজেলার ডিগ্রিরচর গ্রামের ইউনুস ঢালীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৯টার দিকে শিবচর উপজেলার কাদিরপুরে ডিগ্রিরচর এলাকায় কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর বেপারীর সমর্থক আব্বাস মুন্সীর সঙ্গে অপর প্রার্থী চাঁন মিয়ার সমর্থক মজিবুর রহমানের কথা কাটাকাটি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উপয়পক্ষের সমর্থক সংঘর্ষে জড়ান। এতে নারীসহ আহত হন ছয়জন। তাদের শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুই চেয়ারম্যান প্রার্থী আহতদের হাসপাতালে দেখতে গেলে সেখানে আবার সংঘর্ষ বাধে। ভয়ে হাসপাতাল থেকে আহতদের মধ্যে কয়েকজন পালিয়ে যান। আহত ইলিয়াছ ঢালী শেখপুর এলাকায় শ^শুরবাড়ি চলে আসেন। সেখানে ভোর ৫ টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মির্জা কাদেরের অনুসারী শাহাদাত সিফাতের ফেসবুক লাইভের জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপে পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে গতকাল বিকালে এ ঘটনা ঘটে। 

সর্বশেষ খবর