শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বর্বর বোমা হামলার ৫০ বছর আজ

ময়মনসিংহ প্রতিনিধি

আজ ১৭ এপ্রিল। ১৯৭১ সালের এই দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও বাজারে স্বাধীন বাংলার মানচিত্র খচিত পতাকা উড়ে। আর এই পতাকা উড়তে দেখে পাকিস্তানি হানাদার বাহিনী চালায় বিমান হামলা। গফরগাঁও মধ্যবাজার কেঁপে ওঠে ভারী বোমায়। এর কিছু সময় পর নির্র্বিচারে মেশিনগানের গুলিবর্র্ষণ করে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করে পাকিস্তানিরা।

বর্বর এই হামলায় গফরগাঁও বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নিহত হয়েছেন ১৯ জন। স্বাধীনতার পর আওয়ামী লীগের তৎকালীন এমপি আবুল হাশেম মুজিব নগর দিবসে বোমা হামলার ঘটনায় বীরত্বপূর্ণ আত্মত্যাগের জন্য বাজারের প্রধান সড়কে শহীদ আবদুল বেপারীর নামে একটি তোরণ নির্মাণ করেন। পরে তৎকালীন সরকারের শিল্প মন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম এটির উদ্বোধন করেন। শহীদ আবদুল বেপারীর সন্তান আজিজুল হক বলেন, তোরণটি গফরগাঁওবাসীর বিজয়ের স্মারক। রাস্তা প্রশস্তকরণের কারণে এটি ভেঙে পড়ে। শহীদ পরিবারের পক্ষে শহীদ আবদুল  বেপারীর নামে তোরণটির পুনঃনির্মাণের জোর দাবি জানান তার সন্তান।

সর্বশেষ খবর