শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

পিরোজপুর সদর উপজেলায় ছোট ভাইয়ের দায়ের কোপে খুন হয়েছে বড় ভাই।  গতকাল ভোর রাতে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকায় এ ঘটনা ঘটে। বড় ভাই কেরামত মোল্লাকে (৩৪) হত্যার অভিযোগে ছোট ভাই মোহাম্মদ আলীকে (২২) পিরোজপুর শহর থেকে সকালে গ্রেফতার করেছে পুলিশ। পিরোজপুর সদর উপজেলার মাথাবেড়া উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকার সোবহান মোল্লার পুত্র তারা। সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, সাহরী খাওয়ার সময় মোটা চাল ও চিকন চালের ভাত রান্না কে কেন্দ্র করে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে ছোট ভাই মোহাম্মদ আলী ধারালো দা দিয়ে বড় ভাই  হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লাকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছোট ভাই মোহাম্মদ আলীকে পিরোজপুর শহর থেকে গ্রেফতার করে।             -পিরোজপুর প্রতিনিধি 

ডিবি পরিচয়ে চুরিকালে আটক

গাজীপুরের টঙ্গী বাজার সেনা কল্যাণ ভবনের পাশে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে অটোরিকশা চুরিকালে প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- শাহজাহান ও কুদ্দুস। এ ঘটনায় গতকাল টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গতকাল অটোরিকশাচালক শামিম রানা টঙ্গী বাজারের সেনা কল্যাণ ভবনের পাশে সিএনজি স্টেশনে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দুজন ব্যক্তি ডিবির কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে কলেজ গেটের দিকে যেতে বলে। কিছু দূর গেলে তারা কৌশলে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ তাদের আটক করে। টঙ্গী পশ্চিম থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।     -টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

মাদক সেবনের ভিডিও করায়...

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাদক সেবনের ভিডিও প্রকাশ করায় রিয়াজ সিকদার কাজল নামে এক এসএসসি পরীক্ষার্থীর বাড়িঘর ভাঙচুর এবং তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ১০ এপ্রিল ঝালকাঠি শহরের বিকনা এলাকায়। এ ঘটনায় গত ১৩ এপ্রিল ওই শিক্ষার্থীর মা মেহেরীন বেগম ঝালকাঠি সদর থানায় অভিযোগ করেন। ঝালকাঠি সদর থানার এএসআই সাইফুল ইসলাম জানান, শিগগিরই তদন্ত রিপোর্ট তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রদান করবেন। ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, আগে খোঁজ নেই, ঘটনা না জেনে কিছু বলা যাবে না।       -ঝালকাঠি প্রতিনিধি

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে দাদন খলিফা নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার গয়ঘর খলিফাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতেই ঢাকা নেওয়ার সময় তার মৃত্যু হয়। নিহত দাদন উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর গ্রামের সেকেন্দার খলিফার ছেলে। এ ঘটনায় নিহতের বাবা পালং মডেল থানায় মামলা করেন। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে গয়ঘর গ্রামের ইদ্রিস খাঁর সঙ্গে নিহত দাদনের বাবা সেকেন্দার খলিফার দ্বন্দ্ব রয়েছে। পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, এ ঘটনায় নিহতের বাবা মামলা করেছেন। জড়িতদের আইনের আওতায় আনা হবে।     -শরীয়তপুর প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ সদস্যের মৃত্যু 

মাদারীপুরের ডাসারে গতকাল সকালে বিদ্যুৎস্পৃষ্টে এক পুলিশ সদস্য মারা গেছেন। পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার থানার সৈয়দ হায়দার হোসেনের (৫৫) নামের আবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি ডাসার গ্রামের মৃত সৈয়দ খালেক হোসেনের ছেলে। গতকাল সকালে বাড়িতে মোটর দিয়ে পুকুরের পানি সেচ দেওয়ার জন্য পুকুরে নিয়ে পানি দিয়ে স্থাপন করেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। সৈয়দ হায়দার হোসেন ২০১৭ সালে রাজারবাগ পুলিশ লাইনে টেলিফোন অপারেটর কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন।             -মাদারীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর