রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ভোলায় কালবৈশাখী ঝড়

ভোলা প্রতিনিধি

ভোলায় কালবৈশাখী ঝড়

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গতকাল ভোরে ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন ঢালচরের নদী তীরে অবস্থানরত একটি যাত্রীবাহী ছোট লঞ্চটি ডুবে গেছে। অপর দিকে ভোলার মেঘনা নদীর জোড়খাল এলাকায় একটি পাথরবাহী ভলগেট ডুবে যায়। তবে লঞ্চ ও ভলগেট ডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ঝড়ের তান্ডবে ইলিশা ফেরিঘাটের পন্টুন ও গ্যাংওয়ে সরে গিয়ে ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে দুই প্রান্তে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী  গাড়ি।  ঢালচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, গতকাল ভোরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে তীরে বাঁধা থাকা লঞ্চটির উপরের অংশ উড়িয়ে নিয়ে যায় এবং পরে লঞ্চটি ডুবে যায়। স্থানীয়রা লঞ্চটিকে বেঁধে রাখে। লঞ্চটি ঢালচর থেকে মানুষ ও মালামাল নিয়ে চরফ্যাশন যাতায়াত করত। এদিকে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটের নৌ-পুলিশ ইনচার্জ সুজন চন্দ্র পাল জানান, কিশোরগঞ্জে থেকে পাথর নিয়ে আসা এমভি জেআরবি নামের একটি ভলগেট ভোলার জোড়খাল এলাকায় কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে নিখোঁজ হয়ে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত পন্টুন পুন:স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পন্টুুন মেরামত হলে রাতের মধ্যেই ফেরি চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর