রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ছেলের চিকিৎসায় বাড়ি বন্ধক দিলেন মুক্তিযোদ্ধার স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছেলের চিকিৎসার টাকা জোগাতে শেষ পর্যন্ত ঋণ নিয়ে উঠানো ঘর ও ঘরের জায়গা বন্ধক দিয়েছেন প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উত্তর সুহিলপুরের মুক্তিযোদ্ধা নদু মিয়ার স্ত্রী জুহেরা বাড়ি বাড়ি কাজ করে সন্তানের চিকিৎসার জন্য সাহায্য তুলেছেন। নদু ও জুহেরা দম্পতির ছেলে মুসলিম মিয়া ক্যান্সার আক্রান্ত। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, বীর মুক্তিযোদ্ধা নদু মিয়া দেশ স্বাধীন হওয়ার পাঁচ বছর পর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। বসবাসের জায়গা না থাকায় আশ্রয় নেন স্থানীয় ভূঁইয়া বাড়িতে। বিভিন্ন বাড়িতে কাজ করে দুই সন্তানকে বড় করেছেন। গ্রামবাসীর সহযোগিতায় মেয়েকে বিয়ে দেন। ছেলে মুসলিম মিয়া (৪৫) অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। মুসলিম মিয়ার তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। জুহেরা স্বামীর মুক্তিযোদ্ধা ভাতার টাকা জমিয়ে এক শতাংশ জায়গা কেনেন। ৩ লাখ টাকা ঋণ করে ওই জায়গায় একটি ঘর তুলেছেন। মুসলিম মিয়া প্রথম পাইলসে আক্রান্ত হন। সেই পাইলস ইনফেকশন হয়ে ক্যান্সারে পরিণত হয়েছে। ছেলের চিকিৎসা করাতে ঋণ নিয়ে তৈরি করা ঘর ও ভিটা স্থানীয় একজনের কাছে বন্ধক রেখে দেড় লাখ টাকা নিয়েছেন। এখন মুসলিম মিয়ার অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৩ লাখ টাকা। জুহেরা বেগম বলেন, আমার জীবনটাই যুদ্ধের। ছেলে সংসারের হাল ধরেছিল, সেও এখন অসুস্থ। ঋণ নিয়ে তৈরি করা ঘর ও ভিটার দলিল দিয়ে টাকা নিয়ে ছেলেকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠিয়েছি। স্থানীয় সুহিলপুর ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর বলেন, একজন মুক্তিযোদ্ধার সন্তান হওয়ায় আমি সাধ্যমতো তার সহায়তা করার চেষ্টা করব।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, বিষয়টি খুবই মানবিক। তাদের পরিবারের একজন যোগাযোগ করেছিলেন। জেলার পরবর্তী সভায় মুক্তিযোদ্ধা পরিবারের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

সর্বশেষ খবর