রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

কালবৈশাখীর তাণ্ডবে নিহত ১ ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রতিদিন ডেস্ক

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শুক্রবার রাতে প্রচন্ড কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির তান্ডব বয়ে গেছে। এতে কুড়িগ্রামের উলিপুরে এক জেলে নিহত হয়েছেন। এ ছাড়া ঝড় ও শিলাবৃষ্টিতে সদ্য বেড়ে ওঠা ভুট্টা ও ইরি-বোরো ধান খেতসহ শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- কুড়িগ্রাম : উলিপুরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে গাছের নিচে চাপা পড়ে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত মমির উদ্দিন (৪২) উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের শ্যামপুর কুমারপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে। শুক্রবার রাতে ঝড়ের সময় বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি ইউক্যালিপ্টাস গাছ তার ওপর পড়ে তার মৃত্যু হয়। এদিকে, রাতের প্রচন্ড কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে জেলার রৌমারী, রাজিবপুর, চিলমারী, উলিপুর ও সদর উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলায় ইরি ও বোরো ধান, ভুট্টা খেত, শাক সবজি ও বেগুন খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। লালমনিরহাট : জেলার পাঁচ উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে মাঝারি আকারের ঝড় ও শিলাবৃষ্টি। প্রায় ২৫ মিনিটের এ ঝড়ে বোরো ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানায়, রাত ১টা থেকে ২টার মধ্যে হঠাৎ লালমনিরহাটের আকাশ কালো মেঘে ছেয়ে গর্জন শুরু হয়। এর কিছু সময় পর শুরু হয় শিলাবৃষ্টি। ছোট থেকে মাঝারি আকারে শিলার আঘাতে বোরো ধানসহ ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কায় চিন্তিত জেলার চাষিরা। শুধু বোরো ধানই নয় শিলাবৃষ্টিতে ভুট্টা, তরমুজ, মিষ্টি কুমড়া, বাদাম, পেঁয়াজ ও মরিচসহ ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা রয়েছে।

 লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামীম আশরাফ জানান, ঝড় ও মাঝারি আকারের শিলাবৃষ্টিতে বোরো ধান, ভুট্টা ও সবজিসহ ফসলের ক্ষতির হয়েছে। ক্ষতি নিরুপণে মাঠকর্মীদের তালিকা প্রণয়নের নিদের্শনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর