রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

৮৩ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আলীগ্রাম থেকে গত শুক্রবার গভীর রাতে ৮৩ কেজি ওজনের কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, উপজেলার শাখাহার ইউনিয়নের আলীগ্রামে সরকারি একটি পুকুর খননের সময় গত শুক্রবার একটি বিষ্ণুমূর্তি পাওয়া যায়।

 পুকুরের পাহারাদার ওই গ্রামের শৈলেন চন্দ্রের ছেলে ভোলা চন্দ্র মূর্তিটিকে মূল্যবান জিনিস মনে করে প্রতিবেশী আমিরুলের বাড়ির পিছনে মাটি খুঁড়ে চাপা দিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জের বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আনোয়ার হোসেন অভিযান চালিয়ে মাটি খুঁড়ে মূর্তিটি উদ্ধার করেন। তবে এ ঘটনায় কেউ  গ্রেফতার হননি। ওসি আরও জানান, মূর্তিটি আদালতের অনুমতি পাবার পর বগুড়ার মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরে জমা দেওয়া হবে।

সর্বশেষ খবর